পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে বিগত বছরের প্রশ্নোত্তর




1. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয় ? মাধ্যমিক 2017
(a) মিথেন
(b) জলীয় বাষ্প
(c) কার্বন ডাইঅক্সাইড
(d) অক্সিজেন
উত্তরঃ (d) অক্সিজেন |

2. নিচের কোনটি চাপের SI একক ? মাধ্যমিক 2017
(a) Nm² (b) Nm⁻² (c) Nm (d) N

উত্তরঃ (b) Nm⁻²

3. শূন্যস্থান পূরন করো : মাধ্যমিক 2017

ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ____________।

উত্তরঃ কমতে থাকে।

4. ভূ- উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।মাধ্যমিক 2017

উত্তরঃ ভূ- উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের (গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা) সঞ্চিত বরফের স্তূপগুলি গলে যাবে এবং সমুদ্রে জলস্ফীতি ঘটবে। 

5. UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে ?মাধ্যমিক 2017

উত্তরঃ ক্লোরিন পরমাণু।

6. কোনো জ্বালানির তাপনমূল্য বলতে কী বোঝায় ? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি ?মাধ্যমিক 2017

উত্তরঃ 1 kg ভরের কোনো কঠিন বা তরল জ্বালানীর সম্পূর্ণ দহনে যে পরিমান তাপশক্তি পাওয়া যায় সেটি হল ওই জ্বালানীর তাপনমূল্য ।

দ্বিতীয় অংশ:  কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপনমূল্য বেশি ।
7. গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নীচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি ? মাধ্যমিক 2018

(a) NO2
(b) CH4
(c) CO2
(d) H2O বাষ্প

উত্তরঃ (c) CO2

8. বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করমাধ্যমিক 2018

উত্তর : রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় |

9. ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO –এর ভূমিকা কি?মাধ্যমিক 2018

উত্তর: ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO –এর ভূমিকা – ওজোন স্তরের ওজোন গ্যাসের অনু নাইট্রোজেনের অক্সাইড (NO) – এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অনু তে পরিণত হয়।
NO + O3 → NO2 + O2
NO2 + O→NO+ O

10. কাঠকয়লা , পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানী ?মাধ্যমিক 2018

উত্তর: কাঠকয়লা , পেট্রোল ও ইথানলের মধ্যে পেট্রোল হল জীবাশ্ম জ্বালানী ।

11. মিথেন হাইড্রেট কী ?মাধ্যমিক 2018

উত্তরঃ মিথেন হাইড্রেট হল এক ধরনের কঠিন ক্ল্যাথরেট যৌগ যেখানে মিথেন অনুগুলি জলের অনু দ্বারা গঠিত বরফ সাদৃশ্য কেলাস গঠনের মধ্যে সঞ্চিত থাকে । এর সংকেত হল 4CH4 . 23H2O ।

12. নীচের কোণ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?মাধ্যমিক 2019

(a) N2
(b) O2
(c) CH4
(d) He

উত্তরঃ (c) CH4 

13. জ্বালানির তাপনমুল্যের একক লেখো ।মাধ্যমিক 2019

উত্তর : জ্বালানির তাপনমুল্যের একক হল কিলোজুল / গ্রাম ( kJ/g ) ।

14. স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে ?মাধ্যমিক 2019

উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে ।

15. ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ?মাধ্যমিক 2019

উত্তরঃ ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ।

16. স্থিতিশীল উন্নয়নের ধারণা কী ?মাধ্যমিক 2019

উত্তর: স্থিতিশীল উন্নয়নের ধারণা হল বর্তমানের চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর কর্মকাণ্ডের সাথে আপোষ না করে উন্নয়ন করা ।

17. নীচের কোন গ্যাসটি ওজনস্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না ?মাধ্যমিক 2020

(a) NO
(b) NO2
(c) CFC
(d) CO2

উত্তরঃ (d) CO2

18. কোল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় ?মাধ্যমিক 2020

উত্তরঃ মিথেন ।

19. বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়ালে বিশ্ব উষ্ণায়ন ঘটে ।মাধ্যমিক 2020

উত্তরঃ CO2 ।

20. একটি শক্তি উৎসের নাম লেখ যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায় ।মাধ্যমিক 2020

উত্তরঃ বায়ুশক্তি ।

21.বায়ুমন্ডলের স্তর গুলির মধ্যে কোনটির চাপ সবচেয়ে বেশি কারণসহ লেখ ।মাধ্যমিক 2020

উত্তরঃ বায়ু মণ্ডলের স্তর গুলির মধ্যে ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি কারণ এই স্তরে বায়ু মণ্ডলের প্রায় ৭৫% গ্যাসীয় উপাদান যেমন N2 ,O2, CO2 এবং প্রায় ৯৯% জলীয় বাস্প এই স্তরে থাকে ,ফলে এই স্তরে বায়ুর ঘনত্ব অন্যান্য স্তরের চেয়ে বেশি হয় ।           
22. বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশী ? মাধ্যমিক 2022

(a) ট্রোপোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার 
(c) মেসোস্ফিয়ার 
(d) থার্মোস্ফিয়ার

উত্তর: (a) ট্রোপোস্ফিয়ার |

23.  বিশ্ব উষ্ণায়ণ কী ? মাধ্যমিক 2022

উত্তরঃ পরিবেশ দূষণের ফলে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় গ্রিনহাউস এফেক্টের প্রত্যক্ষ ফলাফল হিসেবে পৃথিবীর গড় উষ্ণতা বিপদজনকভাবে বেড়ে চলেছে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির সার্বিক প্রবণতাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে।

24. জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো।মাধ্যমিক 2022

উত্তর: সৌরশক্তি |

25. বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখোমাধ্যমিক 2022

উত্তর: CO2 , CH4

26. শূন্যস্থান পূরণ করো: মাধ্যমিক 2022

ওজোন স্তর সূর্য থেকে আগত ________ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।

উত্তর: অতিবেগুনী |

27. নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে ?মাধ্যমিক 2023

a) CO2
b) Ar
c) CFC (উত্তর)
d) He

উত্তর: CFC 

28. বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয় ।মাধ্যমিক 2023

উত্তরঃ বায়ুমন্ডলে উপস্থিত গ্যাস যেটি গ্রিনহাউস গ্যাস নয় তা হল – O2 । 

29. কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 বলতে কী বোঝায় ?মাধ্যমিক 2023

উত্তরঃ কয়লার একটি নমুণার তাপন মূল্য 30000 বলতে বোঝায় 1 kg কয়লার সম্পূর্ণ দহনের ফলে 30000 kj শক্তি উৎপন্ন হবে ।

30. স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন ? মাধ্যমিক 2023

উত্তরঃ স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য হলো চিরাচরিত শক্তির ব্যবহার কমিয়ে অচিরাচরিত শক্তির উৎসগুলির ব্যবহার বাড়ানো । বায়ু শক্তি একটি অচিরাচরিত শক্তির উৎস। তাই স্থিতিশীল উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় ।

31. ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উয়ায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো । মাধ্যমিক 2023

উত্তরঃ ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব হলো –  

(i) শিল্প বিপ্লবের পর থেকে ব্যাপক হারে শিল্পায়ন ও নগরায়নের ফলে আজ পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা প্রায় ১.৫ °C বৃদ্ধি পেয়েছে আগামী শতকে তা আগামী শতকে এই বৃদ্ধি  ৩°C ছাড়িয়ে যেতে পারে ।

(ii) বিশ্ব উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র বিপন্ন হবে অসংখ্য প্রাণী ও  উদ্ভিদ চিরতরে হারিয়ে যাবে ।

32. বায়োগ্যাসের মূল উপাদান হল- মাধ্যমিক 2024 

(a) CH4
(b) CFC
(c) CO2
(d) CO

উত্তর: CH4

33. ক্লোরিন পরমাণু (CI) ওজোন অণুর (O3) বিনষ্টি ঘটায় – একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। মাধ্যমিক 2024 

উত্তর: Cl (সক্রিয়) + O3 → ClO + O2

34. বায়ুমণ্ডলের কোন্‌ স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় ?মাধ্যমিক 2024  

উত্তর: মেসোস্ফিয়ার।

35. আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন্‌ স্তরে অবস্থিত ? মাধ্যমিক 2024 

উত্তর: এক্সোস্ফিয়ার।

36. Fire Ice এর সংকেত লেখো । এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায় ? মাধ্যমিক 2024 

উত্তরঃ Fire Ice –এর সংকেত হল- 4CH4 ॱ 23H2O । 
সমুদ্রের নীচ থেকে নির্গত মিথেন সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে এলে মিথেন হাইড্রেটের কেলাস উৎপন্ন করে । এই মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করলে মিথেন গ্যাস পাওয়া যায় ।