টিকা (VACCINE)
কোনাে রােগ প্রতিরােধের উদ্দেশ্যে কোনাে রােগজীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রােগের বিরুদ্ধে প্রতিরােধ জন্মায়, তাকে ভ্যাকসিন (Vaccine) বা টিকা বলে।
অনাক্রম্যতা অর্জনের জন্য দেহের মধ্যে টিকা বা ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিকে টিকাকরণ (Vaccination) বলে।
ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার (Edward Jenner) 1796 খ্রিস্টাব্দে প্রথম গুটিবসন্তের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন।
ড. জেনারের টিকা আবিষ্কারের পিছনে এক ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। 1795-96 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ব্যাপক গুটিবসন্ত (small pox) রােগের প্রাদুর্ভাব ঘটে এবং বহু লােকের মৃত্যু হয়। ড. জেনার ওই সময় লক্ষ করলেন এক গােয়ালিনী ওই রােগে আক্রান্ত হচ্ছে না। তার হাতে এক ধরনের ফোস্কা দেখলেন। তিনি লক্ষ করলেন যে গােরুর দুধ দোহা হয় তার বাটেও অনুরূপ ফোস্কা আছে।তখন তিনি গবেষণা করে গােবসন্তের বিষাক্ত পদার্থ থেকে গুটিবসন্তের ভ্যাকসিন তৈরি করতে সমর্থ হন। এই জন্য তিনি বিশ্ববাসীর কাছে অমর হয়ে আছেন।
বহুল প্রচলিত টিকা বা ভ্যাকসিন
DPT (Diptheria, Pertussis, Tetanus) : হুপিং কাফ এবং টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
শিশুদের 6 সপ্তাহ বয়সে প্রথম ডােজ,1-2 মাস অন্তর 2টি ডােজ এবং 12-23 মাস বয়সে 1টি বুস্টার ডােজ দেওয়া হয়।
Pearl Kendrick and Grace Eldering developed the first effective pertussis vaccine
BCG (Bacillus, calmette, Guerin) :এই টিকাটি টিউবারকিউলােসিসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। সদ্যোজাত শিশুদের 1টি ডােজ।
The vaccine was developed over a period of 13 years, from 1908 to 1921, by Albert calmatte and camallie Guerin who named the product Bacillus Calmette-Guérin, or BCG.
পােলিও (OPV) ভ্যাকসিন (Oral Polio Vaccine)
পােলিও প্রতিরােধ করে। শিশুদের 6সপ্তাহ বয়সে প্রথম ডােজ, 1-2 মাস অন্তর 3টি ডােজ এবং18-24 মাস বয়সে 1টি বুস্টার ডােজ।
On March 26, 1953, American medical researcher Dr. Jonas Salk announces on a national radio show that he has successfully tested a vaccine against poliomyelitis, the virus that causes the crippling disease of polio.
Oral polio vaccines were developed by several groups, one of which was led by Albert Sabin. Other groups, led by Hilary Koprowski and H.R. Cox, developed their own attenuated vaccine strains
টাইফয়েড ভ্যাকসিন (Typhoid vaccine) :টাইফয়েড প্রতিরােধ করে। শিশুদের 3-6 বছর বয়সে 2টি ডােজ এবং 10 বছর বয়সে 1টি বুস্টার ডােজ, 16 বছর বয়সে 1টি বুস্টার ডােজ।
Almorth Wright generally is credited with the initiation of typhoid vaccination in 1896
হেপাটাইটিস B ভ্যাকসিন( Hepatitis B Vaccine) : হেপাটাইটিস B প্রতিরােধ করে।সদ্যোজাত শিশুদের 1টি ডােজ ও 1-2 মাস অন্তর 2টি ডোেজ।
In 1976, Dr. Blumberg won the Nobel Prize in Medicine for his discovery of the hepatitis B virus. He and his colleagues discovered the virus in 1967, developed the blood test that is used to detect the virus, and invented the first hepatitis B vaccine in 1969.
নিউমােকক্কাল ভ্যাকসিন (Pneumococcal Vaccine) : নিউমােনিয়া প্রতিরােধ করে। 6 সপ্তাহ বয়সে প্রথম ডােজ, 1 মাস অন্তর 2টি ডােজ।
Pneumococcal typing systems developed by Franz Neufeld
MMR (Measles, Mumps, Rubella) :এই ভ্যাকসিনটি হাম, রুবেলা ও মাম্পস্-এর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। শিশুদের 9-12 মাস বয়সে 1টি ডােজ।
Devloped by Mqurice Hilleman
TT(Tetanus toxoid) :এই ভ্যাকসিনটি টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। গর্ভবতী মহিলাদের 12-36 সপ্তাহে 2টি ডােজ, শিশুদের 10 বছর বয়সে 1টি বুস্টার ডােজ এবং 16 বছর বয়সে 1টি বুস্টার ডােজ দেওয়া হয়।
Devloped by Emil von Behring
টিকাকরণের গুরুত্ব (Importance of Vaccination) : 1)টিকাকরণের ফলে দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে রােগাক্রমণ প্রতিরােধ করা হয়।
2) ভ্যাকসিন দেহের মধ্যে প্রবিষ্ট ভাইরাস ও ব্যাকটেরিয়াদের প্রজনন ক্ষমতাকে নষ্ট করে দেয়।
3) টিকার মাধ্যমে যেসব রােগ প্রতিরােধ করা হয় সেরকম কয়েকটি হল— যক্ষ্মা, টিটেনাস, কলেরা, জলাতঙ্ক, হুপিং কাশি, গুটি বসন্ত, ডিপথেরিয়া, পােলিও, টাইফয়েড, হেপাটাইটিস-B ইত্যাদি।
4) টিকাকরণের ফলে কৃত্রিম অনাক্রম্যতা সৃষ্টি করা হয়
বুস্টার ডােজ (Booster dose) :দেহে অধিকমাত্রায় অ্যান্টিবডি সৃষ্টি এবং অনাক্রম্যতা সাধনের জন্য প্রাথমিক ।ভ্যাকসিন দেওয়ার পর নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ভ্যাকসিন প্রয়ােগ করা হয় তাকে বুস্টার ডােজ বলে
GLOBAL VACCINATION
সারা পৃথিবী জুড়ে টিকাকরণ (Global Vaccination) ও টিকাকরণের মাধ্যমে রােগ-প্রতিরােধ সবচাইতে উৎকৃষ্ট স্বাস্থ্য পরিসেবা বলে বিবেচিত হয়। প্রায় সব মানুষের মধ্যে রােগ-প্রতিরােধের জন্য অনাক্রম্যতা সজাগ থাকে। যখন নিজের অনাক্রম্যতা বিপর্যস্ত হয় তখনই রােগজীবাণু প্রভাব বিস্তার করে ও রােগটি জেগে ওঠে। এই কারণে টিকাকরণের মাধ্যমে নিজস্ব অনাক্রম্যতা উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পৃথিবীতে একটি রােগমুক্ত জীবন দান করার জন্য সারা পৃথিবী জুড়ে টিকাকরণের প্রস্তাব দিয়েছে। বিজ্ঞানীরা মনে করেন যে, শিশুবয়সে যদি পরিকল্পনামাফিক কোনাে রােগের জন্য পৃথিবীর সমস্ত শিশুকে টিকা দেওয়া যায় তবে একটি সময় আসবে যখন সমাজজীবনে আর রােগটির প্রাদুর্ভাব দেখা দেবে না।একসময় আমাদের দেশে কলেরা, বসন্ত প্রভৃতি রােগগুলি মহামারির মতাে দেখা দিত ও এতে একসঙ্গে অনেক লােক অকালমৃত্যুর শিকার হত। এমনকি মহামারিতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত।
সরকারি ব্যবস্থায় পরিকল্পনামাফিক টিকাকরণের মাধ্যমে কলেরা ও বসন্তের মতাে রােগগুলি থেকে উদ্ভূত মহামারির হাত থেকে মানুষকে বাঁচানাে সম্ভব হয়েছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন রকমের জীবাণুঘটিত রােগের টিকা আবিষ্কৃত হয়েছে।তবে সাধারণ মানুষ সবরকম টিকাকরণের সুবিধা নিতে পারে না।অজ্ঞতা ও অর্থনৈতিক অবস্থা অনেকক্ষেত্রেই এর জন্য দায়ী।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে যদি সব দেশই সরকারি আনুকূল্যে ও ব্যবস্থায় কোনাে রােগের জন্য টিকাকরণ করা যায় তবে সারা পৃথিবী থেকে আরও অনেক রােগের দুর্ভোগ থেকে মানুষকে বাঁচানাে সম্ভব। বর্তমানে আমাদের দেশে পােলিয়াে রােগের বিরুদ্ধে টিকাকরণের জন্য এমন ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। জাতীয় টিকাকরণ কর্মসূচিতে কতকগুলি মারাত্মক রােগ-সংক্রমণ প্রতিহত করতে শিশুদের জন্ম থেকেই টিকাকরণের পরামর্শ দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ