সম্পদ ( Resources )

 সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয় । কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে বা বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকারী শক্তি লুকিয়ে লুকিয়ে রয়েছে তাকে সম্পদ বলে ।
সম্পদের বৈশিষ্ট্য :- কোনো বস্তু বা পদার্থকে তখনই সম্পদ বলা যায়, যখন তার উপযোগিতা ও চাহিদা আছে ।সম্পদ হল পর্দার্থের সেই কাম্য শক্তি যা মানুষের অভাব মোচন করে  -  মানুষের চাহিদা মেটায় । সম্পদ মানুষের ভৌত ও আর্থ- সামাজিক পরিবেশের উপাদান । সম্পদের অভাব অর্থনৈতিক অনগ্ৰসরতা ও রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়। 
-: প্রাকৃতিক সম্পদ( Natural  Resource ) :-
যে সম্পদ প্রাকৃতিক পরিবেশ থেকে সরাসরি পাওয়া যায়, তাকে প্রাকৃতিক সম্পদ বলে । 
যেমন - সূর্যকিরন, অক্সিজেন, খনিজ পদার্থ,ভৌমজল,মাটি ইত্যাদি ।

-: মানব সম্পদ ( Human resources ):-

ব্যাক্তি মানুষ বা গোষ্ঠীবদ্ধ মানুষ যখন সম্পদ উৎপাদনে প্রয়োজনীয় সাহায্য করে, তখন সেই দক্ষ মানুষ হল মানব সম্পদ । 
যেমন :- কৃষি শ্রমিক,খনি শ্রমিক,ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক ইত্যাদি । 

        -: সাংস্কৃতিক সম্পদ ( Cultural resource ):-

মানুষের যে সমস্ত গুণ নতুন সম্পদ সৃষ্টিতে ও প্রাকৃতিক সম্পদ আহরণে সাহায্য করে, তাকে সাংস্কৃতিক সম্পদ বলে ।
যেমন :- শিক্ষা,প্রযুক্তি, নৈপুণ্য, দক্ষতা, সংগঠন ইত্যাদি ।
সাংস্কৃতিক সম্পদের সহায়তায় মানব সম্পদের সৃষ্টি হয় ।

       -: সঞ্চিত বা গচ্ছিত সম্পদ ( Fund resources 

যে প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত, সেই সম্পদকে সঞ্চিত সম্পদ বা গচ্ছিত সম্পদ বলে ।
যেমন :- আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, অরণ্য ইত্যাদি ।

  -: ক্ষয়িষ্ণু সম্পদ ( Exhaustible resources) :-
যে সম্পদ ক্রমাগত আহরন ও ব্যবহার করলে,এক সময়ে তা শেষ হয়ে যায়, সেই সম্পদকে ক্ষয়িষ্ণু সম্পদ বলে ।
যেমন :- কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, আকরিক লোহা,সোনা ইত্যাদি ।

-: অপুনর্ভব সম্পদ ( Non- renewable resources ) :-
যে সম্পদকে কৃত্রিম ভাবে সৃষ্টি করে পুনরায় প্রাকৃতিক পরিবেশে সম্পদের ক্ষয়িষ্ণু ভান্ডারকে পূরণ করার জন্য ফিরিয়ে দেওয়া যায় না, সেই সম্পদকে অপূনর্ভব সম্পদ বলে ।
যেমন :- কয়লা, খনিজ তেল, আকরিক লোহা প্রভৃতি অপুনর্ভব সম্পদ ।

-: আবর্তনশীল সঞ্চিত সম্পদ বা আবর্তনশীল গচ্ছিত সম্পদ ( Revolving Fund resources ) :- যে সমস্ত গচ্ছিত সম্পদকে বারবার ব্যবহারযোগ্য করা যায়। তাদের আবর্তনশীল সঞ্চিত সম্পদ বা আবর্তনশীল গচ্ছিত সম্পদ বলে ।
যেমন :- ভাঙা লোহা,অ্যালুমিনিয়ামের বাসনপত্র, সোনার গয়না ইত্যাদি । এই কাজে উন্নত প্রযুক্তির দরকার হয় ।

-: প্রবাহমান সম্পদ ( Flow resources):-
প্রাকৃতিক পরিবেশে যে সম্পদের অফুরন্ত জোগান রয়েছে,যে সম্পদের ভাণ্ডার অসীম, সেই সমস্ত সম্পদকে প্রবাহমান সম্পদ বলে ।
যেমন :- বায়ু,জল,সূর্যকিরন ইত্যাদি ।

-: পূরণশীল সম্পদ বা অক্ষয়িষ্ণু সম্পদ ( Inexhaustible resources ):-
যে সম্পদের ভাণ্ডারকে প্রকৃতি বা পরিবেশ নিজেই তার নিজস্ব পদ্ধতিতে পরিপূরণ করে, তাকে পূরণশীল সম্পদ বা অক্ষয়িষ্ণু সম্পদ বলে ।
যেমন :- সূর্যকিরণ,জল ।

-: পুনর্ভব সম্পদ ( Renewable resources ):-
যে প্রবাহমান সম্পদগুলিকে প্রকৃতি বারবার নবীকরণ করে, সেই সম্পদগুলিকে পুনর্ভব সম্পদ বলে ।
যেমন :- বায়ু,তাপ,বৃষ্টির জল ইত্যাদি ।

-: বিঘ্নিত প্রবাহমান সম্পদ ( Interrupted Flow resources ) :-
যে প্রবাহমান সম্পদের জোগান জলবায়ু পরিবর্তনের কারণে বা মানুষের অতিরিক্ত লোভ বা ব্যাবহারের কারনে অনিয়মিত হয়ে যায়, সেই সম্পদগুলিকে বিঘ্নিত প্রবাহমান সম্পদ বলে ।
যেমন :- ভৌমজলের জোগান,অরণ্য নিধনের কারণে কাঠের জোগান ইত্যাদি ।
-: সর্বত্রপ্রাপ্ত সম্পদ ( Ubiquitous resources ) :-
যে সম্পদগুলিকে পরিবেশের সর্বত্র পাওয়া যায়,যে সম্পদ কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই সম্পদকে সর্বত্রপ্রাপ্ত সম্পদ বা ইউবিকুইশাস রির্সোসেস বলে । 
যেমন :- সূর্যকিরন,বায়ু,জল ইত্যাদি ।


-: সামাজিক সম্পদ(Social resources):-

সমাজের মঙ্গল ও উন্নয়নের জন্য যে সম্পদ গড়ে তোলা হয়ে , তাকে সামাজিক সম্পদ বলে ।
যেমন :- হাসপাতাল, স্কুল, কলেজ, পাঠাগার ।

-:জাতীয় সম্পদ(National resources) :-

রাস্ট্রের মালিকানাধীন সম্পদগুলিকে জাতীয় সম্পদ বলে ।
যেমন :- তেলের ভাণ্ডার, কয়লার ভাণ্ডার, নদীর ওপর নির্মিত বাঁধ, রেলপথ ইত্যাদি ।

-: আন্তর্জাতিক সম্পদ ( International resources ) :-
যে সম্পদ কোনো দেশের নিজস্ব সম্পত্তি নয়,যে সম্পদ মানব কল্যাণে ব্যবহার করা হয়, তাকে আন্তর্জাতিক সম্পদ বলে ।
আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ , বায়ুমণ্ডলের ওজোন স্তর ইত্যাদি ।