পর্যায় - সারণি PART-1
🌿মেন্ডেলিভের পর্যায় সূত্র বিবৃত করো।
Ans:মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
পর্যায় - সারণি কাকে বলে?
Ans:পর্যায় সূত্র অনুযায়ী ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব বা পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী মৌলগুলিকে সাতটি অনুভূমিক ও নয়টি উল্লম্ব সারিতে সাজিয়ে যে তালিকা তৈরি করা হয় তাকে মৌলগুলির পর্যায় সারণি বলে।
ডোবেরাইনারের এয়ীসূত্র বিবৃত করো।
Ans: রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি করে মৌলকে পারমাণবিক গুরুত্বের ক্রমানুসারে সাজিয়ে এক একটি শ্রেণী গঠন করলে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটির পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয
নিউল্যান্ডের অষ্টক সূত্র বিবৃত করো।
Ans:মৌলগুলিকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসেবে সাজানো হয় তাহলে প্রত্যেক অষ্টম মৌলে ভৌত ও পারমাণবিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে । এই সূত্রগুলি কিছু কিছু মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও সমস্ত মৌলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় না
Li -কে প্রথম মৌল ধরে পরের অষ্টম মৌল হয় Na, আবার Na -কে প্রথম মৌল পরের অষ্টম মৌল হয় K । প্রকৃতপক্ষে দেখা যায় Li, Na এবং K -এর মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের অনেক মিল আছে— নিউল্য্যান্ড এই বিষয়টির নাম দেন অষ্টক সূত্র।
🌿আয়নীয় বিভব কাকে বলে ? পর্যায় ও শ্রেনী বরাবর আয়োনাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত হয় ?
Ans: সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমানু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণ রূপে অপসারিত করে পরমানুটিকে একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় নুন্যতম শক্তিকে আয়নীয় বিভব বলে।
☑️একই পর্যায়ের ডান দিক থেকে বাম দিকে গেলে আয়নীয় বিভব ক্রমাগত বৃদ্ধি পায়।
✅একই শ্রেণী বরাবর উপর থেকে নীচে গেলে আয়নীয় বিভব হ্রাস পায়।
0 মন্তব্যসমূহ