পরিবেশের ধারণা (Concept of Environment)
মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর, বাড়ি, রাস্তা-ঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ঐ জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মসের (Arms) মতে, জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।
পার্ক (C. C. Park) বলেছেন,পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়।স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। যেমন- শুরুতে মাটি, পানি, বায়ু,উদ্ভিদ,প্রাণী নিয়ে ছিল মানুষের পরিবেশ।পরবর্তীতে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক,অর্থনৈতিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলি।ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ।
পরিবেশের সংজ্ঞা :উদ্ভিদ,প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিক ভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয়, তাকে পরিবেশ বলে।
পরিবেশ তৈরি হতে দরকার লাগে জল, বাতাস, মাটি, উদ্ভিদ, প্রাণী ও মানুষ।
পরিবেশের প্রকারভেদ :পরিবেশ তিন ধরনের-
যেমন: 1.ভৌত বা প্রাকৃতিক পরিবেশ,
2.জীবজ পরিবেশ এবং
3.সামাজিক পরিবেশ।
1.ভৌত বা প্রাকৃতিক পরিবেশ:
ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে পৃথিবীর সমস্ত জড় ও জীবের উপাদানের সমষ্টিকে বোঝায়। অর্থাৎ জল, বাতাস, মাটি,আলো, গাছপালা, জীবজন্তু ইত্যাদি সবকিছুকে নিয়ে হল ভৌত বা প্রাকৃতিক পরিবেশ।
2.জীবজ পরিবেশ:
জীবজ পরিবেশ বলতে পার্থিব পরিবেশে মানুষসহ সমস্ত জীবের পারস্পরিক সম্পর্ককে বোঝায়।জীবজ পরিবেশের দুটি প্রধান উপাদান হল - উদ্ভিদ ও প্রাণী। এছাড়া,জীবজ পরিবেশে আছে ব্যাকটেরিয়া ও ছত্রাক।
3.সামাজিক পরিবেশ:
সামাজিক পরিবেশ হল মানুষের তৈরি পরিবেশ। মানুষের রীতিনীতি, আচার-ব্যবহার, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, মূল্যবোধ ইত্যাদি সবকিছুর সমষ্টি হল সামাজিক পরিবেশ।এই পরিবেশের মূল উপাদান হল সংস্কৃতি বা Culture.
পরিবেশের উপাদান :
পরিবেশের উপাদানগুলি দুই ধরনের।
যেমন: ১. সজীব উপাদান এবং
২.জড় উপাদান।
1.সজীব উপাদান(Biotic elements):
সজীব উপাদান বলতে পরিবেশের সেই উপাদানগুলিকে বোঝায় যার জীবন আছে,জন্ম আছে মৃত্যু আছে।
যেমন:- জীবাণু, গাছপালা, জীবজন্তু, মানুষ।
2.জড় উপাদান ( Abiotic elements) :
জড় উপাদানের মধ্যে জীবনের কোনো লক্ষণ নেই।
যেমন:- জল, বাতাস, মাটি, আলো, উষ্ণতা, আর্দ্রতা , মহাকর্ষ ইত্যাদি।
পরিবেশের ভূপ্রকৃতি উপাদানগুলি:-
পরিবেশের ভূপ্রকৃতিগত উপাদানগুলি হল: উচ্চতা, ভূমির ঢাল ভূমিরূপ, নদী, হিমবাহ, মরুভূমি ইত্যাদি।
পরিবেশের জলবায়ুগত উপাদান:-
পরিবেশের জলবায়ুগত উপাদানগুলি হল:
সূর্যালোক, তাপমাত্রা, বৃষ্টিপাত ও অধঃক্ষেপন ( যেমন- তুষারপাত, কুয়াশা, শিলাবৃষ্টি) , বায়ুর চাপ, বায়ুপ্রবাহ ইত্যাদি।
পরিবেশের জীবজ বা জীবজাত উপাদান:-
পরিবেশের জীবজ বা জীবজাত উপাদানগুলি হল - উদ্ভিদ, প্রাণী ও অণুজীব। যেমন - ব্যাকটেরিয়া
পরিবেশের রাসায়নিক উপাদান:-
পরিবেশের প্রধান রাসায়নিক উপাদানগুলি হল: অক্সিজেন,কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি।এই মৌলিক উপাদানগুলিকে ভিত্তি করে পরিবেশে জীব ভূ-রাসায়নিক চক্র আবর্তিত হয়।
উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা পরিবেশ ও তার উপাদান সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি।
0 মন্তব্যসমূহ